কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’
প্রকাশিত : ০৮:৫১, ৫ জানুয়ারি ২০২৫
নড়াইলের লোহাগড়ায় সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। তাতে ছাত্র সংগঠনটির ভয়ংকর রূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কিছু সময়ের জন্য এটি চলে। তবে ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর কোনো এক সময় লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’ পরে কেউ একজন সেই ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে। ঘটনা জানার পরে রাতেই কলেজ ক্যাম্পাসে আসেন লোহাগড়ার ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েত বলেন, ‘খবরটি শোনা মাত্র কেন্দ্রে জানানো হয়েছে। তবে কে বা কাদের ইন্ধনে এমন কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার রিনাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটির অপারেটর দুজনকে ডাকা হয়েছে। তদন্ত করে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমবি
আরও পড়ুন